সালমা আক্তার দাউদকান্দি (কুমিল্লা), প্রতিনিধি
দেশে যখন বি এন পি হরতাল ডেকেছে,, তখন বাংলাদেশ আওয়ামী লীগ দাউদকান্দি শাখা । বি এন পির ডাকা হরতাল বর্জন করে শান্তি মিছিল বাহির করে ।
উক্ত মিছিলে অংশ গ্রহন করেন । দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর অবঃ মোহাম্মদ আলী সুমন,,, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগ সভাপতি ত্র্যাডঃ আহসান হাবীব চৌধুরী লিল মিয়া,,, পৌর মেয়র নাইম ইউসুফ সেইন,,, কুমিল্লা উত্তর জেলা সদস্য নাছিম ইউসুফ রেইন,,,। দাউদকান্দি ২২ চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন, কুমিল্লা উত্তর জেলা জাতীয় শ্রমিক লীগ সভাপতি প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব ,, পৌর আওয়ামী লীগ সভাপতি পদ প্রার্থী ফারুক খন্দকার
,,, কুমিল্লা উত্তর জেলা মহিলা সদস্য জেবুন্নেছা জেবু,, লায়লা হাসান,,, স্বর্না আক্তার সহ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠন ।