শহীদুল ইসলাম রুবেল, নেএকোণা জেলা প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক উপকমিটির সদস্য ও বাংলাদেশ ভারত সম্প্রীতি পরিষদের কেন্দ্রীয় মহাসচিব মমতাজ হুসেন চৌধুরী গত বৃহস্পতিবার থেকে মদন, মোহনগন্জ , খালিয়াজুরী উপজেলার বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন, পথ সভা, মত বিনিময় এবং কর্মী সভায় যোগ দেন ।
মমতাজ চৌধুরী নিজ এলাকার বিভিন্ন হাট বাজারে , মসজিদে , আত্মীয় স্বজনের বাড়ীতে , সামাজিক আচার অনুষ্ঠানে , নামাযে জানাযা সহ ধর্মীয় আচার অনুষ্ঠানে যোগ দিয়েছেন । গত শনিবার খালিয়াজুরী ও রবিবার দিন মদন উপজেলার বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেন । তিনি গতকাল ফতেপুর গ্রামে জানাযা নামাযে শেষে , বিকেলে আশপাশের কয়েকটি গ্রামে নেতা কর্মী , সাধারন ভোটারদের দ্বারে দ্বারে জননেত্রী শেখ হাসিনার সালাম পৌছে দেন ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য নৌকার পক্ষে ভোট চান ।
উনি পরিস্কার বলেন , আমরা নৌকার প্রতিনিধি , ভোটের মাঠে যার হাতে নৌকা , আমরা তার সাথে কাজ করব । তবে দীর্ঘ দুই যুগ যাবত এলাকায় নেতা কর্মীদের নিয়ে কাজ করছি , ২০০৮ সালে নৌকার ভোট প্রহরী হিসেবে বিএনপির বিদ্রোহী প্রার্থী বাবরের রেষানলে পড়ি ও আক্রমনের শিকার হই । আমি আশাবাদী এই যাত্রায় ত্যাগী হিসেবে মাননীয় নেত্রী আমাকে মুল্যায়ন করবেন । মমতাজ চৌধুরী আগামীকাল মদন উপজেলা আওয়ামী লীগ অফিস ও সদরে সময় কাটাবেন বলে জানান ।