মেহেরপুর সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নানের পক্ষে মটরসাইকেল শোভাযাত্রা
মেহেরপুর প্রতিনিধি ঃ স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে উন্নয়নের বাংলাদেশ স্বপ্ন দ্রস্টা প্রধানমন্ত্রীর সকল মেগা প্রকল্পের উন্নয়নের মহাসড়কে আজ বাংলাদেশ উপভোগ করছে। মুজিবনগর উপজেলা বিভিন্ন স্থানে জননেতা বীর মুক্তিযোদ্ধা,সাবেক সাংসদ প্রফেসর আবদুল মান্নানের পক্ষে মটরসাইকেল শোভাযাত্রা।
শুক্রবার (২০ আগষ্ট) বিকেলে মুজিবনগর উপজেলার মোনাখালি,নওদাপাড়া,বিশ্বনাথপুর, শিবপুর,রশিকপু,বাগোয়ান বাজার,কেদারগন্জ বাজার,ভবানীপুর,রামনগর,গোপালনগর, গুপিনাথপুর,গৌরিনগর,পুরোনতোপুর,খাঁনপুর, দারিয়াপুর,বিধ্যাধরপুর ,চকশ্যামনগর,বন্দর ও বামনপাড়ায় এ মটরসাইকেল শোভাযাত্রা করা হয়।
এই সময় শতাধিক মটরসাইকেল নিয়ে শোভা যাত্রার নেতৃত্ব দেন সাবেক ছাত্রলীগ নেতা মোঃ খালেদুজ্জামান খাঁন ডালিম। এছাড়াও এসময় সাজেদুর রহমান সাজু, মির্জা গালিব উজ্জ্বল,মিরাজুল ইসলাম, সেলিম রেজাসহ
আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।