শেরপুরের নালিতাবাড়ীতে ৬৯ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ১ জন।
মোঃ আমিনুল ইসলাম শেরপুর প্রতিনিধি।
শেরপুরের নালিতাবাড়ীতে ৬৯ ভারতীয় বোতল মদসহ গ্রেপ্তার মোঃ রুবেল মিয়া (২২) নামের এক মাদক কারবারি। ১৫ অক্টোবর রবিবার সকালে উপজেলার নয়াবিল ইউনিয়নের মানিকচাঁদ গ্রামের মোমেনা মার্কেট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রুবেল মিয়া নন্নী ইউনিয়নের নন্নী পশ্চিমপাড়া এলাকার সোহরাব আলীর ছেলে।
পুলিশ জানায়,উপজেলার নয়াবিল ইউনিয়নের মানিকচাঁদ এলাকার মোমেন মার্কেট এলাকায় মাদক পাচার হচ্ছিলো এমন গোপন সংবাদে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় মাদক কারবারি রুবেল মিয়াকে ৪৫ বোতল ভারতীয় এমসি দোয়েল ব্র্যান্ড ও ২৪ বোতল এসি ব্লাক ব্র্যান্ডের ভারতীয় মদসহ গ্রেপ্তার করেন পুলিশ।