বালিয়াকান্দিতে দেশীও অস্ত্র সহ সন্ত্রাসী সুফল গ্রেপ্তার
বালিয়াকান্দি মোঃ আজমল হোসেন প্রতিনিধি:
রাজবাড়ী বালিয়াকান্দিতে থানা পুলিশের অভিযানে দেশীও অস্ত্র ও গুলি সহ সুফল বিশ্বাস (৩৫) নামে একাধিক মামলার আসামী গ্রেপ্তার হয়েছে।
গ্রেপ্তারকৃত সুফল ফরিদপুর জেলার মধুখালি উপজেলার ডুমাইন ইউনিয়নের জান নগর গ্রামের পরিতোষ বিশ্বাসের ছেলে।
থানাসূত্রে জানা যায়, গত শনিবার (২০ মে) রাতে চাঁদাবাজী মামলায় সন্ত্রাসী সুফলকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হলে তার তথ্যের ভিত্তিতে ওসি আসাদুজ্জামানের নেতৃত্বে এসআই রাজিবুল ইসলাম এ এসআই টিটুল হোসাইন সহ সঙ্গীও ফোর্স অভিযান পরিচালনা করে বালিয়াকান্দি উপজেলার জংগল ইউনিয়নের সমাধি নগর এলাকা থেকে দেশীও ওয়ান সুটার গান, দুইটি কার্তুজ ও একটি ব্যবহৃত খোসা উদ্ধার করা হয়েছে।
রবিবার ( ২১ মে) বিষয়টি নিশ্চিত করে ওসি আসাদুজ্জামান বলেন গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে।