1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. nayakontho@gmail.com : nayakontho :
  3. admin@dailynayakontho.com : unikbd :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
২ দিনের ব্যবধানে পেঁয়াজের দাম বাড়ল ৪০ টাকা জগন্নাথপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে একাধিক দোকান পুড়ে ছাই। ৪৫তম বিসিএসে (স্বাস্থ্য) সুপারিশপ্রাপ্ত হলেন মেহেরপুরের ডা. রোমেল হোসেন সরিষাবাড়ীতে সরকারি নিয়মে সুষ্ঠুভাবে চলছে বাউসী হাট— অতিরিক্ত খাজনা আদায়ের অপপ্রচার: কুচক্রী মহলের বিরুদ্ধে তীব্র নিন্দা রাজশাহী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কমপ্লিট শাট-ডাউন কর্মবিরতি নড়াইলের নড়াগাতীতে গৃহবধূকে ধর্ষণ, ওসি আশিকুর রহমানর’র নেতৃত্বে অভিযুক্ত গ্রেফতার দৌলতদিয়ায় এইডসের ঝুঁকিতে আড়াই হাজার যৌনকর্মী গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারন করে অর্থ আদায়। আমতলীতে ১৫২টি বিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন পালিত নড়াইলের তুলারামপুর হাইওয়ে থানার কার্যক্রম চলছে ভাড়া বাড়িতে

ত্রয়োদশ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে বাঘায়  চাঁদের মতবিনিময় সভা। 

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৬৫ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

 

শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত জাতীয় নির্বাচনের আগে গণভোট হবে না। হয় জাতীয় নির্বাচনের একই দিন হবে অথবা জাতীয় নির্বাচনের পরে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ধানের শীষ প্রার্থীকে বিজয়ী করার লক্ষে্য আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যকালে একথা বলেন।

রাজশাহী জেলা বিএনপির আহবায়ক ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে বিএনপির দলীয় মনোনীত প্রার্থী আবু সাঈদ চাঁদ। তিনি আরো বলেন,যদি দেশের উন্নয়ন চান তাহলে দুর্নীতির বিরুদ্ধে দাড়াতে হবে,ধানের শীষে ভোট দিতে হবে। স্বাধীনতা পক্ষের শক্তিকে ভোট দিবেন। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা। বিএনপি ক্ষমতায় গেলে তারেক রহমানের নের্তৃত্বে ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক, জবাবদিহিমূলক ও ভারসাম্যপূর্ণ রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা হবে।

তারেক রহমান যে স্বপ্ন দেখছেন, সেটিই আমাদের রাজনীতির প্রেরণা। মঙ্গলবার ২৫-১১-২০২৫) বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির আয়োজনে হাবাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সজাগ থাকার আহ্বান জানিয়ে আবু সাইদ চাদ আরো বলেন, একটি গোষ্টি ইসলাম নিয়ে রাজনীতি করছে। আমরা মওদুদি মার্কা ইসলাম বিশ্বাস করিনা। মা-বোনদের উদ্দেশ্য বলেন, ওই দলটির নারিদের মিথ্যা প্রচারনায় বিভ্রান্ত হবেন না। জামায়াতের কাছে ইসলাম নিরাপদ নয়।

মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ মুকুলের সঞ্চালনায় ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুর হোসেন টুটুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বাঘা উপজেলা বিএনপির আহবায়ক ফকরুল ইসলাম বাবুল, সদস্য সচিব আশরাফুল ইসলাম মলিন, রাজশাহী জেলা ছাত্রদলের আহবায়ক এসএম সালাউদ্দিন আহম্মেদ শামীম, জাতীয়তাবাদী মৎস্যজীবি দলের জেলা কমিটির সাধারন সম্পাদক মামুন আল হক, মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দীন রিয়াল, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান কালু।

অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন-বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিব,সাবেক সম্পাদক সুরুজ্জামান সুরুজ, জিয়া পরিষদের নেতা আব্দুল গনি, বাঘা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সহিদুল ইসলাম,যুগ্ন আহ্বায়ক জুয়েল রানা, মহিলা দলের নেত্রী সোনিয়া আক্তার শাপলা প্রমুখ।

বক্তব্যকালে তারা বলেন,তরুনরা দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও অধিকার রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। এছাড়াও বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD