
শিমুল তালুকদার, সদরপুর থেকেঃ
ফরিদপুরের সদরপুরে চলতি মৌসুমে রোপা আমন ধানের বাম্পার ফলনে হাসি ফুটে উঠেছে স্থানীয় কৃষকদের মুখে। দিগন্ত জুরে ফসলের মাঠে যেন সবুজের সমারহ, বাতাসের সাথে দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বপ্ন।
সময় মতো জমি তৈরী, ধানের চারা রোপন, সার প্রয়োগ, সঠিক পরিচর্যা এবং আবহাওয়া অনুকুলে থাকায় এবার ধানের উৎপাদন একটু বেসী হবে বলে জানান স্থানীয় কৃষক সায়াদ সর্দার।
তিনি জানান, প্রতি বিঘা জমিতে আমন চাষে চারা রোপন রাসায়নিক সার প্রয়োগ পরিচর্যা সব মিলিয়ে খরজ হয় ১২/১৩ হাজার টাকা। এবং প্রতি বিঘা জমিতে আমন ধানের উৎপাদন হয় ২২ থেকে ২৫ মন। যার বর্তমান বাজার মূল্য ২৮ থেকে ৩০ হাজার টাকা। ৩ মাস মেয়াদি রোপা আমন ধান আবাদে ভালো লাভ হওয়ার কারণে সবাই পাট কাটার পরেই জমিতে রোপা আমন ধান আবাদে আগ্রহী হচ্ছেন কৃষকরা বলে জানান অপর কৃষক শাহেদ আলী বেপারী। তিনি বলেন, স্থানীয় বাজার গুলোতে ব্যবসায়ীদের সিন্টিগেড থাকার কারণে কৃষকরা ধানের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন।
কৃষকরা যাতে করে ন্যায্য মূল্য পান তার জন্য ব্যবসায়ীদের অবৈধ সিন্টিগেড বন্ধ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর দেওয়া জরুরী বলেও জানান তিনি।
সদরপুর উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে চলতি মৌসুমে উপজেলায় মোট ৬৫২২ হেক্টর জমিতে রোপা আমন ধানের আবাদ করা হয়েছে।
অনুকুল আবহাওয়া, কৃষকদের মাঝে বীনা মূল্যে সার বিজ সহ কৃষি উপরকরণ বিতরণ এবং কৃষি অফিস থেকে পরামর্শ ও তদারকির কারণে কৃষকরা ধান চাষে উৎসাহিত হচ্ছেন বলেও জানান উপজেলা কৃষি কর্মকর্তা নিটুল রায়।