নুরুল কবির স্টাফ রিপোর্টার চট্টগ্রামঃ
চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে হওয়া মামলায় পলাশ দাস (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব-৭)। রবিবার (৮ জুন) দুপুরে জেলার পটিয়া থানার সেবাশ্রম মন্দির এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার পলাশ দাস সাতকানিয়া থানার নন্দীপাড়া গ্রামের সুনীলের ছেলে। তিনি মুদি দোকানের ব্যবসা করতেন।
র্যাব জানিয়েছে, তালাকপ্রাপ্র দুই সন্তানের জননী এক নারী ক্রেতার সঙ্গে পরিচয়ের সূত্র ধরে পলাশ প্রেমের সম্পর্কে জড়ায়। ২০২১ সালের ৮ অক্টোবর তিনি তার মুদি দোকানে ওই নারীকে ধর্ষণ করেন। ওই নারী পরে জানতে পারেন পলাশ হিন্দু সম্প্রদায়ের এবং তার পূর্বের স্ত্রী-সন্তান রয়েছে। এক পর্যায়ে পলাশ ধর্ম পরিবর্তনের আশ্বাস দেন এবং ওই নারীর সঙ্গে সংসার করবেন বলে জানায়। একপর্যায়ে ওই নারীর গর্ভের সন্তান আসলে পলাশকে চাপ প্রয়োগ করে। গর্ভের সন্তানকে নষ্টসহ ওই নারীকে মারধর করে পলাশ।
এই ঘটনায় ওই নারী বাদী হয়ে গত ২০ মে সাতকানিয়া থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা তারিখ দায়ের করেন।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ.আর.এম মোজাফফর হোসেন জানিয়েছেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সাতকানিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।