অচিরেই তারেক রহমান বীরের বেশে দেশে আসবে-সরদার সাখাওয়াত হোসেন বকুল
খন্দকার সেলিম রেজা স্টাফ রিপোর্টার;
অচিরেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে এই স্লোগানে আলোকিত করেছেন নরসিংদী-৪(মনোহরদী-বেলাবো আসনের সাবেক সংসদ সদস্য,বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সরদার সাখাওয়াত হোসেন বকুল।
সোমবার(১৪ এপ্রিল)বিকালে মনোহরদী বাসষ্ট্যান্ডে বাংলা বর্ষবরণ উদযাপন উপলক্ষে উপজেলা বিএনপি,পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে বর্ষবরণ উদযাপন উপলক্ষে আনন্দ শুভাযাত্রা পরবর্তী পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন,আমাদের নেত্রী,সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আল্লাহর রহমতে আগের চেয়ে সুস্থ আছেন তিনি ও দেশে আসবেন,বিগত ফ্যাসিষ্ট সরকারের আমলে ১৭ বছরে আমরা বর্ষবরণে অংশগ্রহণ করতে পারি নাই,আল্লাহর রহমতে এবার তা করতে পেরেছি।জনগণের ইচ্ছে পূরনে অবিলম্বে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার জন্যে অন্তর্বর্তীকালীন সরকারকে তিনি আহ্বান জানান। এর আগে ১ লা বৈশাখ উপলক্ষে মনোহরদী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সরদার সাখাওয়াত হোসেন বকুল ও সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন এর নেতৃত্বে উপজেলা বিএনপির কার্যালয় থেকে মনোহরদী পৌরসভা ও থানা রোড হয়ে বাসস্ট্যান্ডে এসে আনন্দ শোভাযাত্রাটি পথ সভায় মাধ্যমে শেষ হয়।এ সময় উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ,উপজেলা বিএনপি,
পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,সাধারণ জনগণ,বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।