গোয়ালন্দে স্বাস্থ্য সচেতনতায় উঠান বৈঠক অনুষ্ঠিত
মো. সাজ্জাদ হোসেন গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি:
“গ্রামে চল, গ্রাম গড়” স্লোগানে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় গ্রামীণ পুরুষ-মহিলাদের স্বাস্থ্য সচেতনতায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ এপ্রিল) সকাল ১১ টায় দৌলতদিয়া ৩ নং ফেরিঘাট সংলগ্ন সাহাদৎ মেম্বার পাড়া গ্রামে দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের আয়োজনে চির সাপোর্ট কমিটির সহযোগিতায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে গ্রামীণ গর্ভবতী মহিলাদের গর্ভধারণের পূব প্রস্তুতি, গর্ভকালীন সেবা এবং গর্ভপাত, গর্ভপাতের পরবর্তী সেবা, ডায়াবেটিস রোগের লক্ষণ ও ক্ষতিকর দিকগুলো আলোচনা করা হয়।
উঠান বৈঠকে বিস্তারিত আলোচনা করেন দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ প্রান্ত দাস।
গণস্বাস্থ্য কেন্দ্রের মাঠ সংগঠন মো. সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় সচেতনতামূলক উঠান বৈঠকে উপস্থিত ছিলেন দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের ম্যানেজার মো. জুলফিকার আলী।
এসময় আরো উপস্থিত ছিলেন দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল টেকনোলজিস্ট শাকিল সরদার, প্যারামেডিক মোছাঃ খাদিজা আক্তার, পিয়ার এডুকেটর মুন্নী আক্তার প্রমুখসহ স্থানীয় এলাকাবাসী।