filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0;
hw-remosaic: 0;
touch: (-1.0, -1.0);
modeInfo: ;
sceneMode: Night;
cct_value: 0;
AI_Scene: (-1, -1);
aec_lux: 86.0;
hist255: 0.0;
hist252~255: 0.0;
hist0~15: 0.0;

রাজবাড়ীতে বরাট একতা ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল
মো. সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন বরাট একতা ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
শনিবার (২৯ মার্চ) বিকেলে বরাট বাজার সংলগ্ন বরাট একতা ক্লাবের নিজস্ব মাঠে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় ইফতার ও দোয়া মাহফিলে বরাট একতা ক্লাবের কর্মকর্তা, কার্যনির্বাহী সদস্য, ক্লাবের খেলোয়াড়সহ স্থানীয় এলাকাবাসী ও মুসুল্লীগণ উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে ক্লাবের উত্তরোত্তর সফলতা ও মঙ্গল কামনায় দোয়া করা হয়। ইফতার ও দোয়া মাহফিলে প্রায় ৫শত মানুষের সমাগম ঘটে।