বীক্ষণ আসর গাজায় ধ্বংস্তুপের নিচে মানবতা:- বিশ্ব কি ভাবছে?
বিশেষ প্রতিবেদন কবি রফিকুল ইসলাম:
গতকাল একুশে মার্চ/২০২৫ ইং তারিখ শুক্রবার সকাল ১১ টায় ময়মনসিংহ সাহিত্য সংসদের পাঠচক্র প্রকল্প বীক্ষণ আসর চেতনা সংসদ মিলনায়তনে অনুষ্ঠিত হলো- গাজায় ধ্বংস স্তূপের নিচে মানবতা বিশ্বে কী বলছে? এর উপর আলোচনা সভা।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেখক বিনয় দেবনাথ।
আলোচনায় অংশগ্রহণ করেন কবি সোহেল মাজহার, কবি জামাল উদ্দিন জামান,কবি আব্দুল কাদের মুন্না, গবেষক অহিদ রহমান এবং কবি সুপ্রিয় কুমার বসাক।
স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক- কবি স্বাধীন চৌধুরী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- কবি জুবায়েদ ইবনে সাঈদ।
এতে উপস্থিত ছিলেন কবি রফিকুল ইসলাম ও সানজিদা সাওন সহ আরো অনেক কবি ও সাহিত্য অনুরাগী ব্যক্তিবর্গ।
আলোচনা পর্ব শেষ হওয়ার পর দ্বিতীয় পর্বে কবিতা আবৃত্তিতে অংশগ্রহণ করেন- বাচিকশিল্পী শেখ মাহবুব, কবি আমজাদ শ্রাবণ, কবি টিপু চৌধুরী প্রমুখ।