তার পাঙ্খা গজাইছে
মোঃ আহসান কবির রিজওয়ান
ভালবাসি বলে তার পাঙ্খা গজাইছে,
কী অপমান করল মোরে
এই পাগল মনে ব্যথা দিছে।
প্রেম নিয়ে কেন এত সংগ্রাম!
ভালবাসা বংশ মানে না সবাইকে নিজ চোখে দেখতে হবে সমান।
ভালবাসো নাকি অন্য কাউকে? বললে নাতো হায়,
কী দোষ ছিল তাতে অবহেলা করলে আমায়।
ভালবাসা যদি বিরহের হয়,
মনের শিকল ছেড়ে কভু চলে যায়!
কেন বলে দিলেনা ভালবাসো কি-না আমায়।
জীবন নিয়ে কেন ছিনিমিনি,
ফুরাবেনা মনের কথা লিখতে কল্পকাহিনি।