বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ চৌদ্দগ্রাম উপজেলার ইফতার ও দোয়া মাহফিল
রিপোর্টার সালমা কুমিল্লা:
পবিত্র রমজান মাসের উপলক্ষে ইফতারের আয়োজন করেন চৌদ্দগ্রাম ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ। উক্ত প্রোগ্রামে জেলা এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ আরো বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ছাত্রদের ইফতারের মূল উদ্দেশ্য ছিল অসহায় মানুষ ও দুস্ত পথ শিশুদের সহ হাসপাতালের রোগী ও তাদের স্বজনদের, সাংবাদিক এবং বন্দুপ্রতিম সকল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে একসাথে ইফতারের আয়োজন ।
শুক্রবার (২১ মার্চ) বিকেলে ইফতার আয়োজনের সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি এস. এন. রাসেল, প্রধান অতিথি ছিলেন এ্যাডভোকেট জয়নাল আবেদীন মাজহারী সিনিয়র সহ-সভাপতি জেলা গণঅধিকার পরিষদ,
সঞ্চালনায় মাহমুদুল সিফাত সিনিয়র সহ সভাপতি ছাত্র অধিকার পরিষদ চৌদ্দগ্রাম উপজেলা শাখা,
বিশেষ অতিথি বিল্লাল হোসেন দপ্তর সম্পাদক গণঅধিকার পরিষদ কুমিল্লা জেলা।
বিশেষ অতিথি শাহ ওয়ালিউল্লাহ কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক ছাত্র অধিকার পরিষদ কুমিল্লা কেন্দ্রীয় কমিটি, সাইফ জিদনি সাবেক সাধারণ সম্পাদক ছাত্র অধিকার পরিষদ কুমিল্লা মহানগর, মোজাম্মেল হক সাংগঠনিক সম্পাদক ছাত্র অধিকার পরিষদ চৌদ্দগ্রাম উপজেলা শাখা, আরো চৌদ্দগ্রাম ছাত্র অধিকার পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ইমন, তারেক, নিশান, হিমু, শামীম, ফয়সাল।
চৌদ্দগ্রামের আরো বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ফরহাদ খান, মাযহারুল, আরিফ চৌধুরী, অনিক খান, মাসুম ও ফাহিম।
এ সময়ে চৌদ্দগ্রাম উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি এস এন রাসেল বলেন, রমজান মাসে আত্মশুদ্ধতার মাস ও ভ্রাতৃত্বের বন্ধনে থেকে সকলকে এক সাথে কাজ করতে হবে। আমাদের উদ্দেশ্য জনগণের সেবা করা। তাই মতাদর্শের বাহিরে ও মানুষ হিসাবে বা বন্ধু প্রতিম সংগঠনের সাথে কাধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। স্বৈরাচারী ফ্যাসিস্ট দের এই দেশ থেকে যেভাবে আমরা উৎখাত করেছি একত্রে একসঙ্গে। ঠিক তদ্রূপ একসাথেই কাজ করে যেতে হবে। তাহলেই এই রাষ্ট্রসংস্কার সঠিকভাবে করা সম্ভব।