মেহেরপুরে যুবদল নেতা নবাবের উদ্যোগে মাদ্রাসার শিক্ষার্থীদের ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ
মেহেরপুর প্রতিনিধি:
দেশনায়ক তারেক রহমানের নির্দেশে মাসব্যাপী ইফতার কর্মসূচির আওতায় মেহেরপুরে কেন্দ্রীয় যুবদল নেতা মাহফুজুর রহমান নবাবের উদ্যোগে মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেল ৫টায় মেহেরপুরের যাদবপুর মোড়ের আন নূর ইসলামিয়া মাদ্রাসায় এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাহফুজুর রহমান নবাবের পিতা ও বিএনপি নেতা সোনা গাইন, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক কেডি আনোয়ার হোসেন, রাকিব, ফাহিমসহ অন্যান্য নেতাকর্মীরা।
বিতরণকৃত ঈদ সামগ্রীর মধ্যে ছিল পোলাও চাল, সেমাই, তেল, নুডলস, চিনি, আটা, দুধ, আলু, পেঁয়াজ ও ডাল।