শিবগঞ্জে এক প্রেমিক যুগলকে আটক করেছে এলাকাবাসী
রাজশাহী ব্যুরো
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক প্রেমিক যুগলকে আটক করেছে এলাকাবাসী। শনিবার (১৫ মার্চ) রাতে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তের রশিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আটককৃত প্রেমিক যুগল শাহবাজপুর ইউনিয়নের তের রশিয়ার-উত্তর মাথা গ্রামের দুই সন্তানের জননী ও আশরাফুল ইসলামের স্ত্রী সাবিনা (৩০) ও একই এলাকার দুরুল হোদার ছেলে এক সন্তানের জনক আবু হায়াত (৩৫) । দুইজনে প্রায় ৬/৭ বছর ধরে পরকিয়ায় জড়িত। তাদের পরকিয়ার বিষয় জানাজানি হলে প্রায় ৬ মাস আগে তাদের হাতেনাতে আটক করে এলাকাবাসী । ওই সময় স্থানীয়রা সমাধান করে তাদেরকে সতর্ক করে দেয়। কিন্তু রবিবার সাবিনা বেগমের স্বামী ফজরের নামায আদায় করতে গেলে ফাঁকা বাড়ি পেয়ে প্রেমিক আবু হায়াত বাড়িতে ঢুকে যায়। নামাজ আদায় করে বাড়িতে এসে স্বামী আশরাফুল তাদেরকে হাতেনাতে আটক করে বেঁধে রাখে।
এদিকে প্রেমিকা সাবিনা বেগম জানান, আবু হায়াত আমার সাথে জোর করে সস্পর্কে জড়ায়। তার সাথে আমার ১ বছর ধরে সম্পর্ক। অন্যদিকে প্রেমিক আবু হায়াতের সাথে কথা বলার চেষ্টা করলে তিনি কোন কথা বলেননি।
এব্যাপারে স্বামী আশরাফুল ইসলাম অভিযোগ করে বলেন, আমি একজন দিনমজুর , ইটভাটায় কাজ করি। আমার দুটি সন্তান রয়েছে। সাবিনার সাথে আমার বিয়ে হয়েছে প্রায় ১২ বছর হলো। আমার স্ত্রীর চালচলন বেশ কিছু দিন ধরে ভালো দেখছি না । এর আগে তাদের দুইজনকে প্রায় ৬ মাস পূর্বে আটক করা হয়েছিল। কিন্তু দু’টি সন্তানের কথা চিন্তা করে এলাকাবাসী সমাধান করে দেয় এবং তাদের সতর্ক করে।
এদিকে শাহবাজপুর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড সদস্য গাজলুর রহমান গণমাধ্যমকে জানান, রবিবার ভোরে তেররশিয়া উত্তর পাড়ায় পাশাপাশি বাড়িতে পরকিয়ার জেরে দুজনকে আটক করা হয়েছে। তাদের এই পরকিয়া দীর্ঘদিনের। এর আগে একবার তাদের সমাধান করে দেয়া হয়েছিল।
এব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া সতত্যা নিশ্চিত করেন।