1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. nayakontho@gmail.com : nayakontho :
  3. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
১৫ মার্চ রাসিকের ব্যবস্থাপনায় রাজশাহী মহানগরীতে ৬৬ হাজার ৬২০ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।                   নদীতে মাছ ধরায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা, জেলেদের দুর্বিষহ জীবন। ঝিনাইগাতী সীমান্তে ভারতীয় জিরা সহ কারবারি গ্রেফতার কারাতে প্রতিযোগিতায় রাজশাহী শিক্ষা বোর্ডের পদক অর্জন  নড়াইলে হারিয়ে যাওয়া মোবাইল ও নগদ টাকা উদ্ধার মালিকদের নিকট হস্তান্তর করলেন এসপি এহসানুল কবীর পোরশায় অনৈতিক কাজের সময় ১সেনা সদস্য সহ ৩যুবক আটক শেরপুরে অটোরিকশার চাকায় উড়না পেচিয়ে স্কুলছাত্রীর মৃত্যু পত্নীতলা উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন ডিসি জয়পুরহাটে  ভ্রাম্যমান আদালত কর্তৃক  অনুমোদনহীন ইটভাটায় অভিযান নেত্রকোণা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে নারী ও শিশুর প্রতি সকল প্রকার বৈষম্য, নির্যাতন ও সহিংসতার বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ কর্মসূচি পালিত

নওগাঁয় শ্বশুরের সম্পত্তি আত্মসাৎ করতে এসে উকিল জামাইয়ের তাণ্ডব: শ্যালক ও শ্যালোকের বউকে মারধরের অভিযোগ উটেছে।

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১২ বার পঠিত

নওগাঁয় শ্বশুরের সম্পত্তি আত্মসাৎ করতে এসে উকিল জামাইয়ের তাণ্ডব: শ্যালক ও শ্যালোকের বউকে মারধরের অভিযোগ উটেছে।

আবু রায়হান রাসেল নওগাঁ প্রতিনিধ :

নওগাঁ জেলার রাণীনগর উপজেলার বেলঘড়িয়া গ্ৰামে  শ্বশুরের সম্পত্তি আত্মসাৎ করতে এসে উকিল জামাই নিজের নৈতিক ও পেশাগত সীমা লঙ্ঘন করে শশুরবাড়িতে তাণ্ডব চালিয়েছে। এ ঘটনায় শ্যালক ও শ্যালোকের বউ মারাত্মকভাবে আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত উকিল জামাই আব্দুল আজিজ (জব্বার) দীর্ঘদিন ধরে শ্বশুরের সম্পত্তির বড় একটি অংশ নিজের দখলে নিতে বিভিন্ন কৌশল অবলম্বন করছিলেন। কয়েকবার পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তার এই নিয়ে বিরোধ সৃষ্টি হলেও, এবার তিনি সরাসরি শ্বশুরবাড়িতে এসে সহিংসতায় জড়িয়ে পড়েন।

গতকাল বিকেলে, আব্দুল আজিজ (জব্বার) তার স্ত্রী, সন্তান ও কয়েকজন সহযোগীকে নিয়ে শ্বশুরবাড়িতে আসেন। তিনি প্রথমে শ্বশুরকে মানসিক চাপে ফেলতে নানা রকম আইনি হুমকি দেন। এরপর বিষয়টি নিয়ে বাকবিতণ্ডা শুরু হলে তিনি রাগান্বিত হয়ে শ্যালক ও শ্যালোকের বউয়ের ওপর চড়াও হন। প্রত্যক্ষদর্শীদের মতে, তিনি তাদের মারধর করেন এবং ঘরের জিনিসপত্র ভাঙচুর করেন।

এ ঘটনায় শ্বশুরবাড়ির অন্য সদস্যরা প্রতিরোধের চেষ্টা করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদের রক্ষা করতে ব্যর্থ হলে জরুরী সেবা ৯৯৯ এ ফোন করলে পুলিশ এসে তাদের উদ্ধার করেন এবং অভিযুক্ত উকিল জামাই দ্রুত সেখান থেকে সরে যান।

হামলায় আহত শ্যালক মোঃ তানসেন ও তার স্ত্রীকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের একজনের মাথায় আঘাত লেগেছে, অন্যজন শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন।

এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয় পুলিশ কর্মকর্তা এস আই মোঃ আমজাদ জানান,এ বিষয়ে থানায় একটি অভিযোগ পড়েছে “আমরা বিষয়টি তদন্ত করছি। দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ ধরনের ঘটনা নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা বলেন, একজন আইনজীবীর কাছ থেকে এমন আচরণ অত্যন্ত নিন্দনীয়। অনেকে মনে করছেন, শ্বশুরের সম্পত্তির লোভে পড়ে উকিল জামাই এইসব ঘটনা ঘটাচ্ছেন।

 ভুক্তভোগী তানসেন বলেন, ভাই আমি বিশয়টি  নিয়ে দীর্ঘদিন থেকে ধৈর্যের সাথে আছি কারো সাথে কোন কলোহ বিবাদে  লিপ্ত হয় নাই, একবার নয় দুই বার  নয় তিনবার ধরে আমার ঐ মাস্টার বোন  আমার স্ত্রীকে পিটিয়েছে, ভাগ্নে আমার গায়ে হাত তুলেছে  এটা মেনে নেওয়া যায়।

এ বিষয়ে উকিল সাহেবের সাথে মুটোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, জমি জমা   নিয়ে কোন সমস্যা না বৃদ্ধ শশুরকে  দেখাশোনা বিষয় নিয়ে ঝামেলা সৃষ্টি হয়েছে, তার মেয়েদের সাথে। এর আলোকে আমার স্ত্রী  থানায় একটা অভিযোগ করেছে। আগামী শনিবার বিষয়টা নিয়ে বসার কথা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD