টাঙ্গাইলে মাধ্যমিক পর্যায়ের সরকারী কর্মকর্তাদের নিয়ে শিক্ষার গুনগত মানোন্নয়ন মুলক সভা অনুষ্ঠিত।
স্টাফ রিপোর্টার: রিমন হোসেন
শনিবার (৮ মার্চ) সকালে টাঙ্গাইল সার্কিট হাউসে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান।
প্রধান অতিথির বক্তব্যে তুলে ধরেন, শিক্ষার গুনগত মানোন্নয়নে আইসিটি ও মাল্টিমিডিয়া কার্যক্রমকে গতিশীল করতে হবে। এ জন্য প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষা কর্মকর্তাদের নিজেদেরেকেই সম্পুর্ন তৈরি করে নিতে হবে। এ ব্যপারে সরকারের সকল ধরনের সুযোগ সুবিধার কথা উল্লেখ করে ড. আজাদ বলেন, আমাদের শিক্ষার্থীরা নিজে নিজেই আইসিটি ও মাল্টিডিডিয়ার প্রয়োজনীয় অনেক কিছুই শিখতে পারে। শুধুমাত্র তাদেরকে সঠিক পরিচর্যা করতে পারলে দেশের মেধাবী শিক্ষার্থীরা অনেক বিষয়ে সফলতা অর্জন করতে পারবে।