মানিকগঞ্জ প্রতিনিধি :মানিকগঞ্জের শিবালয়ে আরিচা ফল বাজারে পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক রাখা ও বাজার মনিটরিং এর নিমিত্ত মোবাইল কোর্ট পরিচালনা করেছে শিবালয় উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার ভুমি মোঃ ফয়েজ উদ্দিন।
বৃহস্পতিবার (৬ই মার্চ) দুপুরে এ অভিযান পরিচালিত হয়।
এসময় খেজুর ও তরমুজ অতিরিক্ত মূল্যে বিক্রি,দোকানে মূল্য তালিকা না থাকা, খাদ্যদ্রব্যে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষন’সহ বিভিন্ন আপরাধে ০৯ জনকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানান শিবালয় উপজেলার সহকারী কমিশনার ভুমি মোঃ ফয়েজ উদ্দিন।