ধামইরহাটে পবিত্র রমজান উপলক্ষ্যে ন্যায্যমূল্যের দোকান উদ্বোধন
ছাইদুল ইসলাম
নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এবং ধামইরহাট ছাত্র প্রতিনিধিদের আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ন্যায্যমূল্যের দোকান উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১২টায় ধামইরহাট বাসস্ট্যান্ড ও থানা সংলগ্ন নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র প্রান্তিক আয়ের মানুষের হাতের নাগালে নিয়ে আসার সুবিধার্থে এই ন্যায্যমূল্যের দোকান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান।
ন্যায্যমূল্যের দোকানে আটা, চিনি, ছোলাবুট, ডিম, বেসন, ডাল, মুড়ি, চিড়াসহ বিভিন্ন পণ্য ক্রেতারা ন্যায্যমূল্যে ক্রয় করতে পারবে।
উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান বলেন, ” রমজানে উপজেলার সাধারণ মানুষ নিত্যপ্রয়োজনীয় পণ্য ন্যায্যমূল্যে ক্রয় করতে পারে সেজন্য উপজেলা প্রশাসনের সহযোগিতায় এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।তাছাড়া আমাদের সাহায্য করছে উপজেলা প্রাণিসম্পদ অফিসার। পর্যায়ক্রমে ন্যায্যমূল্যের দোকানে আরো বিভিন্ন ধরনের পণ্য বাড়ানো হবে।”
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. ওয়াজেদ আলী,ছাত্র প্রতিনিধি রিফাতুল হাসান সৈকত, সাজিদ বিল্লাহসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীবৃন্দ।