নাটোরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত।
রাজশাহী ব্যুরো :নাটোরে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১১টায় নবাব সিরাজ – উদ – দৌলা সরকারি কলেজ অডিটোরিয়াম, নাটোরে এ সমাবেশের আয়োজন করা হয়।
রাজশাহী রেঞ্জ পরিচালক ড. লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রাজশাহীর রেঞ্জ কমান্ডার জনাব আশীষ কুমার ভট্টাচার্য, বিভিএমএস।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন, পিপিএম। আরো উপস্থিত ছিলেন উপপরিচালক জনাব নাজমুল আশফাক, জেলা কমান্ড্যান্ট, নওগাঁ। এবং জেলা অ্যাডজুট্যান্ট জনাব মোঃ সোহরাব আলী (অবঃ) । এছাড়া, সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর জেলার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী এবং আনসার ভিডিপির সদস্যবৃন্দ।
জেলা কমান্ড্যান্ট নাটোর (অতিঃ দ্বায়িত্ব) জনাব আরিফ বিন জলিলের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলার ৭টি উপজেলা থেকে ৩০০ জন আনসার ও ভিডিপি সদস্য সমাবেশে উপস্থিত ছিলেন।
সমাবেশে প্রধান অতিথি জনাব, আশীষ কুমার ভট্টাচার্য বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা জুলাই বিপ্লবোত্তর সাম্প্রদায়িক দাঙ্গা পরিস্থিতি মোকাবেলায় কমিউনিটি অ্যালার্ট মেকানিজমের মাধ্যমে আনসার ও ভিডিপি সদস্যরা সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে জোরালো ভূমিকা রেখে আস্থার স্বাক্ষর রেখেছে। আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি সামাজিক নিরাপত্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ রোধসহ সমাজের প্রতিটি স্তরে কাজ করছে এ বাহিনীর সদস্যরা। তিনি তার বক্তব্যে বাহিনীর সকলকে সকল ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য উদাত্ত আহ্বান জানান।
আলোচনা সভা শেষে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ৩০০ জন আনসার ভিডিপি সদস্যদের মধ্যে ৭ জনকে বাইসাইকেল ও ০৭ জন সদস্যকে রাইস কুকার এবং ১৪ জনকে ছাতা প্রদান করা হয়।