নেত্রকোনার কেন্দুয়ায় মোটরসাইকেল চুরির অভিযোগে ৩ চোর আটক
শহীদুল ইসলাম রুবেল,নেত্রকোনা জেলা প্রতিনিধি:
নেত্রকোনার কেন্দুয়ায় মোটরসাইকেল চুরির অভিযোগে তিন চোরকে আটক করেছে স্থানীয় জনতা। শুক্রবার ভোর রাতে রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের চাপুর ও গন্ডা ইউনিয়নের বৈশ্যপাট্টা এলাকা থেকে দুটি মোটরসাইকেল নিয়ে পালানোর সময় সন্দেহ হলে তাদেরকে ধাওয়া করে এলাকাবাসী। পরে সান্দিকোনা ইউনিয়নের খিদিরপুর এলাকায় আলী হোসেন মোড়ে স্থানীয়রা তাদেরকে আটক করতে সক্ষম হন। খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে হেফাজতে নেয়।আটককৃতরা হলেন ময়মনসিংহের নান্দাইল থানার ধীতপুর (বড়াইল) গ্রামের শফিকুল ইসলাম ওরফে রফিকুল ইসলাম (৩৭), কেন্দুয়ার পেচন্দরী গ্রামের ছোটন মাহমুদ (২৮) এবং কিশোরগঞ্জে তাড়াইল থানার যশোদর গ্রামের আনোয়ার হোসেন আনু (৩৫)। কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, আটক তিনজনকে মোটরসাইকেলসহ থানায় হেফাজতে রাখা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরির সাথে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলার রুজু প্রক্রিয়াধীন।