1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. nayakontho@gmail.com : nayakontho :
  3. admin@dailynayakontho.com : unikbd :
শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ১২:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
শুভ নববর্ষ ডাক্তারের অবহেলায় রোগীর অকাল মৃত্যু! পুলিশের উপস্থিততে চিকিৎসককে মারধর রাবি ভর্তি পরীক্ষা শুরু কাল, থাকছে পাঁচ স্তরের নিরাপত্তা দূর্ঘটনা রোধে ট্রাফিক সিগনাল স্থাপন করলো রাবি ছাত্রদল ফিলিস্তিন ইস্যুতে ভালুকা উত্তাল: জুমার পর সিডস্টোর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে গণমিছিল আমতলীতে জলবায়ু সংকট নিরসনের দাবীতে মানবন্ধন কর্মসূচী পালন আমতলী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও চাওড়া ইউপি চেয়ারম্যান বাদল খানকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরন ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি জয়নাল, সম্পাদক কবির লামার গজালিয়া ইউনিয়নে গাজায় ইসরায়েলি নৃশংস গণহত্যা ও হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল দূর্গম চর কুশাহাটায় আগুনে পোড়া ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন

ধামইরহাটে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত।। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ৭০ বার পঠিত
ধামইরহাটে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত।
ছাইদুল ইসলাম,স্টাফ রিপোর্টার (নওগাঁ) 
নওগাঁর ধামইরহাটে ধামইরহাট পৌরসভার আয়োজনে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালাটির প্রতিবাদ্য বিষয় ছিল “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”। বুধবার (২২ জানুয়ারি) বেলা এগারোটার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে পৌর প্রশাসক ও  উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এর উদ্বোধন করা হয়।
ছাত্র প্রতিনিধি রিফাতুল হাসান চৌধুরী সৈকত বলেন, ‘দেশের শিক্ষার মান আধুনিকরণের মাধ্যমে শিক্ষা ক্ষেত্রে আধুনিক ও তথ্যনির্ভর গবেষণার পরিবেশ তৈরি, সৃজনশীলতা, বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর ও স্বাস্থ্য খাতে ব্যাপক পরিবর্তন করে আগামীর আধুনিক বাংলাদেশ দেখাতে চাই।’
জয়পুরহাট সরকারি ডিগ্রী কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইসরাত জাহান তিন্নি বলেন, আগামীর বাংলাদেশ হবে বাক-স্বাধীনতা এবং সকল মৌলিক চাহিদা পূরনের এক অনন্য রাষ্ট্র। যা শিক্ষিত তরুণদের অংশগ্রহণে সুস্থ ধারার রাজনীতির মধ্য দিয়ে জনবান্ধব, জবাবদিহিতা নিশ্চিত, সম্পূর্ণ দুর্নীতি, মাদক ও বৈষম্য মুক্ত বাংলাদেশ।’
উপজেলা তথ্য সেবা অফিসার ইসকিতা আফরিন বলেন, ‘নারী সমাজকে এগিয়ে নিয়ে যেতে সমাজে বাল্যবিবাহ মুক্ত করে শিশুদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করা। এর পাশাপাশি নারীর ক্ষমতায়নে তথ্য প্রযুক্তি ভিত্তিক সেবা ও দক্ষ নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিয়ে নারীদের ক্ষমতায়নে সকল বাধা অপসারণ করে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে রাষ্ট্রকে সহায়ক ভূমিকা পালন করতে হবে।’
উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান বলেন, তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালায় তরুণদের ভূমিকা ও ভাবনার বিষয়টি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে তুলে ধরতে এই কর্মশালাটি করা হয়েছে।
তিনি আরও বলেন, পাঁচটি গ্রুপে লেখনীর মাধ্যমে তরুণরা তাদের ভাবনা তুলে ধরে। কর্মশালায় উপজেলার সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তর প্রধান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, কলেজ পড়ুয়া শিক্ষার্থী, ছাত্র প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার রবিউল ইসলাম, উপজেলা প্রকৌশলী আব্দুল হাকিম, উপজেলা যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার, উপজেলা সমাজসেবা অফিসার এটিএম ফসিউল আলম, উপজেলা তথ্য সেবা অফিসার  ইসকিতা আফরিন, পৌরসভার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার সজল কুমার মন্ডল, সেনেটারি ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম খেলাল-ই রব্বানী, উপজেলা শিল্পকলা একাডেমির সংগীত প্রশিক্ষক মোস্তফা কামাল চৌধুরী জিন্নাহ,  ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাবিহা ইয়াসমিন, ধামইরহাট বণিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ছাত্র প্রতিনিধি রিফাতুল হাসান চৌধুরী, আব্দুল্লাহ বিন বেলাল, সাজিদ বিল্লাহ্ প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD