টাঙ্গাইলে তীব্র শীত উপেক্ষা করে বোরো ধান রোপণ চলছে
স্টাফ রিপোর্টার: রিমন হোসেন
শীতকালীন ধান রবিশষ্য রোপনে সারাদেশের ন্যায় টাঙ্গাইলের কৃষক ব্যাস্ত সময় পাড় করছে।
টাঙ্গাইলের কালিহাতি, সখিপুর, ঘাটাইল, মধুপুরসহ সকল ইউনিয়ন পর্যায়ে সকল ফসলি জমিতে প্রতিবারের ন্যায় এবারও কৃষকরা তার নিজ নিজ জমিতে ধান রোপণে ব্যাস্ত। সকাল থেকেই তারা জমিতে কাজ চালিয়ে যাচ্ছে। তবে সার সহ লোকবলের খরচ মিটিয়ে কৃষক তাদের ন্যায্য মূল্য চুকাতে পারেনা। সেজন্য এবারে যাতে ন্যায্য মূল্য পায় সেদিকে প্রশাসনকে দৃষ্টি দিয়ে রাখার দাবি জানিয়েছে। আগামীর সরকার কৃষি বান্ধব হোক এটাই প্রত্যাশা সাধারণ খেটে খাওয়া কৃষকদের।