ময়মনসিংহের ধোবাউড়া সীমান্তে বিজিবি অভিযানে ১১৮ বোতল ভারতীয় মদ জব্দ
শহীদুল ইসলাম রুবেল
নেত্রকোনা জেলা প্রতিনিধি:
নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি ) ভারতীয় সীমান্তবর্তী ধোবাউড়া উপজেলার চারুয়াপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ১১৮ বোতল ভারতীয় মদ জব্দ করেছে। নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১বিজিবি)এর অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম কামরুজ্জামান মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান,মাদক বিরোধী অভিযান পরিচালনাকালীন বিজিবি মাধুপাড়া বিওপির একটি টহল টিম ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার চারুয়াপাড়া ইউনিয়নের সীমান্ত মার্কেট এলাকায় অভিযান চালিয়ে মালিক বিহীন ১১৮ বোতল ভারতীয় মদ জব্দ করে। জব্দকৃত মদ নেত্রকোনা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।