নেত্রকোনার কলমাকান্দায় বিজিবি’র অভিযানে ৩৪ লাখ ৫৬হাজার টাকার বাংলাদেশী সুপারী আটক
শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোনা জেলা প্রতিনিধি:
নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার লেংগুড়া ইউনিয়নের পশ্চিম লেংগুড়া এলাকায় নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অভিযান পরিচালনা করে মালিক বিহীন অবস্থায় ৭,৬৮০ কেজি বাংলাদেশী সুপারী আটক করা হয়। বিজিবি প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, শুক্রবার (২০ডিসেম্বর) বিকেল ৪ ঘটিকায নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১বিজিবি)এর অধীনস্থ লেংগুড়া বিওপির ৮ সদস্যের একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে মালিক বিহীন অবস্থায় ৭,৬৮০ বাংলাদেশী সুপারী আটক করে যার আনুমানিক বাজার মূল্য ৩৪ লাখ ৫৬ হাজার টাকা। নেত্রকোনা ব্যাটালিয়ন(৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ এস এম কামরুজ্জামান (পিবিজিএম) জানান, জব্দকৃত মালামাল নেত্রকোনা কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।