এসিআই মটরস লিমিটেডের পৃষ্ঠপোশকতায় এবং দেশি বাইকারস আয়োজিত চ্যালেঞ্জিং TT রাইড সম্পন্ন।
রাজশাহী ব্যুরো ঃতেঁতুলিয়া হতে টেকনাফ TT রাইডঃ দেশের ৫৩ তম বিজয় দিবস উপলক্ষে এসিআই মটরস লিমিটেডের পৃষ্ঠপোশকতায় এবং দেশি বাইকারস আয়োজিত ৫৩টি ইয়ামাহা বাইক নিয়ে ৫৩জন রাইডার তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত একটি চ্যালেঞ্জিং TT রাইড সম্পন্ন করেছেন।
এই রাইডে রাজশাহীর বাসীন্দা ও রাজশাহী ফ্রিডম বাইকারস এর সদস্য নাহিদুর রহমান ও আব্দুল্লাহ সামস অংশগ্রহণ করেন। পেশায় তারা একজন সরকারী চাকুরিজীবী ও আরেকজন ফ্রিলান্সার । দুজন দেশের উত্তরের কনকনে শীত এর মধ্যে ৭ ডিসেম্বর দুপুর ১২টা ৩০ মিনিটে তেঁতুলিয়া ০ পয়েন্ট থেকে যাত্রা শুরু করেন। সারারাত বিরতিহীন রাইড করে ৯১৫ কিলোমিটার পথ অতিক্রম করে তারা ৮ডিসেম্বর সুস্থ ও নিরাপদে টেকনাফ ০ পয়েন্টে পৌছান। বাংলাদেশের ৫৩তম বিজয় দিবশের আনন্দকে নতুনভাবে উদযাপনের এটি একটি অনন্য দৃষ্টান্ত। পরিশেষে তারা পূনরায় বাইক রাইড করে টেকনাফ হতে রাজশাহী নিজ নিজ গন্তব্যে ফিরে আসেন ।