শেরপুরে বিজিবি’র অভিযানে ৯১ লাখ টাকার ভারতীয় পণ্যসহ আটক ১
আল-আমিন স্টাফ রিপোর্টারঃ শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলাতে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ (বিজিবি) এর অভিযানে ভারতীয় পণ্য ও মিনি পিকআপ সহ লিমন সিমসাং (৩৫) নামে এক চোরাচালানকারী আটক করা হয়েছে।
৪ ডিসেম্বর বুধবার বিকেলে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ছোট গজনী এলাকার তাওয়াকুচাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত লিমন সিমসাং ছোট গজনী গ্রামের মৃত অনীল মারাকের ছেলে।
বিজিবি প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, বুধবার বিকেলে এক গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ছোট গজনী তাওয়াকুচা এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে ভারত থেকে আসা পণ্য ও একটি মিনি পিকআপসহ একজনকে আটক করা হয়। আটককৃত ভারতীয় পণ্যের বাজার মূল্য ৯১ লাখ ৫৬ হাজার ৫০০ টাকা।
ময়মনসিংহ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মুহাম্মদ সানবীর হাসান মজুমদার জানান, জব্দকৃত মালামাল ও পিকআপসহ আসামীকে ঝিনাইগাতী থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।