1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. admin@dailynayakontho.com : unikbd :
সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
কোটি টাকা বেতনের এক উপ-সহকারী প্রকৌশলী। দৈনিক নয়া কণ্ঠ পর্যটকদের আকর্ষণ দালাল বাজার জমিদার বাড়ি। দৈনিক নয়া কণ্ঠ মামলার হাজিরা দিতে বের হয়ে সড়কে ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে  প্রাণ গেল আলমগীরের। দৈনিক নয়া কণ্ঠ ফরিদপুরে পহেলা ডিসেম্বর বিশ্ব এইডস দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত। দৈনিক নয়া কণ্ঠ ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের কবর জিয়ারত করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। দৈনিক নয়া কণ্ঠ ভোলায় বীর সন্তান শহীদ- শাকিলকে চিরস্মরণীয় করে রাখতে জেলা প্রশাসক-কে স্মারকলিপি। দৈনিক নয়া কণ্ঠ টাঙ্গাইল বিয়ে পাগলা পিতা। দৈনিক নয়া কণ্ঠ হোটেল মালিকের বিরুদ্ধে সাংবাদিককে হত্যার হুমকীর অভিযোগ। দৈনিক নয়া কণ্ঠ ঝিনাইগাতীতে অবৈধবালু উত্তোলনে বাঁধা দেয়ায় বালু লুটপাটকারিদের হামলায় আহত ২। দৈনিক নয়া কণ্ঠ নেত্রকোনার খালিয়াজুরীতে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর খালাস পাওয়ায় আনন্দ মিছিল। দৈনিক নয়া কণ্ঠ

আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে ভেদরগঞ্জে বিক্ষোভ মিছিল। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ১২ বার পঠিত

আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে ভেদরগঞ্জে বিক্ষোভ মিছিল ।

শরীয়তপুর থেকে আক্তার হোসেন

চট্টগ্রামে পুলিশের সঙ্গে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সংঘর্ষের সময় হামলা চালিয়ে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করার ঘটনায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মুসলিম তাওহীদ জনতা।

শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে ভেদরগঞ্জ উপজেলা মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি বের করে উপজেলার এম.এ রেজা ডিগ্রি কলেজ, বাজার হয়ে ভেদরগঞ্জ হেড কোয়ার্টার পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজে এসে শেষ হয় এবং সেখানে প্রতিবাদ সমাবেশ করা হয়।

এসময় বক্তব্য রাখেন শরীয়তপুর ওলামা পরিষদ ভেদরগঞ্জ উপজেলা শাখার সভাপতি ড.আবু জাফর মো: ছালেহ, সাধারণ সম্পাদক মাওলানা মোজাম্মেল হক সাদী, মারকাজুল ইসলাম মাদ্রাসার মোহতামিম মাওলানা রুহুল আমিন, ভেদরগঞ্জ বাইতুল ফালাহ জামে মসজিদের খতিব মুফতি মাওলানা কাওসার আহমেদ, ভেদরগঞ্জ উপজেলা জামে মসজিদের খতিব মুফতি মাওলানা ইদ্রিস নোমানী, খলিফা বাড়ী জামে মসজিদের খতিব মুফতি মাওলানা মাহাদী হাসান, ডা: মো: সিরাজুল ইসলাম, মাওলানা মো: মাসুদ চৌধুরী, ছাত্রনেতা মো: সজিব মাঝি, ছাত্রনেতা মো: ইমরান হোসেন, রুহুল আমিন মোল্লা প্রমুখ।

এসময় তারা ঘটনায় জড়িত চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের গ্রেপ্তার ও ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করার দাবি জানান।

সমাবেশে অংশগ্রহণকারীদের ‘ভারতীয় আগ্রাসন রুখে দাও রুখে দাও’, ‘উগ্রবাদের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘ফ্যাসিবাদের আরেক নাম, ইসকন,’ ‘সন্ত্রাসী সংগঠন ইসকনের ঠিকানা, এই বাংলায় হবে না’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

ঐ বিক্ষোভ সমাবেশ বক্তারা বলেন, হিন্দু আর ইসকন এক হতে পারে না। যারাই সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত তাদেরকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। ইসকন যেহেতু সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত তাই তাদের বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এসময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারসহ বাংলাদেশে ইসকনের কর্মকাণ্ড সম্পূর্ণ নিষিদ্ধের দাবি জানান তারা।

উল্লেখ্য, মঙ্গলবার ইসকন নেতা চিন্ময় কৃষ্ণর জন্য জামিন আবেদন করেন তার আইনজীবী। আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এসময় তার অনুসারীদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
  1. ২০২৩ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD