রাজবাড়ি জেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ। ৪৮.১ বর্গকিলোমিটার আয়তনের ছোট্ট এই ইউনিয়নে প্রায় ৬০ হাজার মানুষের বসবাস। এর মধ্যে ১ হাজার ঘর পরিবারের,১৫ হাজার মানুষের জনদুর্ভোগ ভুগান্তি দীর্ঘদিনের। কারণ উন্নয়ন কি? জিনিস এই এলাকার স্থানীয় মানুষ তা,চোখেও দেখেনি বিগত ৪ বছরে। কাঁচা রাস্তা,খানখন্দে ভরা। চলাচলে সম্পূর্ণ অনুপোযোগি। একটু বৃষ্টি হলেই হাটু সমান পানি ও কাঁদা জমে যায়। ফলে প্রতিনিয়তই পোহাতে হচ্ছে দুর্ভোগ স্থানীয় জনসাধারণকে। বিশেষ করে,আইনাল মাতব্বর পাড়া,ফকির পাড়া,আজিমদ্দিন সরদার পাড়া সহ অত্র ইউনিয়নের অন্তত ১১টি গ্রামের হাজারো মানুষের নিত্যদিনের ভুগান্তির চিত্র এটি। এমনকি বছরের পর বছর অধিকাংশ এলাকার রাস্তাঘাট ব্যবহার অনুপোযোগি হয়ে পড়লেও। তাতে কোন মাথা ব্যথা নেই স্থানীয় জনপ্রতিনিধি সহ প্রশাসনের।
এলাকাবাসীর অভিযোগ,বার বার জাতীয় নির্বাচনে জনপ্রতিনিধিরা নানা ধরনের উন্নয়নমুলক কাজ করার আশ্বাস ও প্রতিশ্রুতি দেয়। কিন্তু নির্বাচনে জয়লাভ করার পর কেউ আর এলাকাবাসীর খোঁজ রাখে না।
এলাকাবাসীর দুর্ভোগের বিষয়ে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রহমান মন্ডল জানালেন,বরাদ্দ সংকান্ত জটিলতার কারণে এখনো শুরু করা যায়নি কয়েটি গ্রামের রাস্তা সংস্কার সহ মেরামতের কাজ।
তবে এসবের কিছুই জানে না,গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন। শেষে বলেন, লাঘব করার চেষ্টা করা হবে এলাকাবাসীর দুর্ভোগ দুর্দশা।
স্থানীয় জনপ্রতিনিধি সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের মুখে উন্নয়ন হবে এমন মিষ্টি কথায় আর বিশ্বাস করতে নারাজ এলাকাবাসী। তারা চায় সঠিক বাস্তবায়ন। শুধু রাস্তাঘাট নয় নাগরিক সুবিধার এমন অনেক কিছু থেকেই বঞ্চিত দৌলতদিয়া ইউনিয়নের হাজারো মানুষ।