নেত্রকোণায় ৩১-বিজিবির অভিযানে ১টি ট্রাকসহ ৫শত পিছ কম্বল আটক
শহীদুল ইসলাম রুবেল
নেত্রকোণা জেলা প্রতিনিধি :
বর্ডার গার্ড বাংলাদেশ নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১- বিজিবি) চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে আমদানি নিষিদ্ধ ৫ শত পিছ ভারতীয় কম্বল আটক করেছে। নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১- বিজিবি) এর কমান্ডিং অফিসার লেঃ কর্ণেল এ এস এম কামরুজ্জামান (পিবিজিএম) সাক্ষরিত সাংবাদিকদের কাছে আজ রবিবার দুপুরে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৪ নভেম্বর দুপুরে নেত্রকোণা ব্যাটালিয়ান ৩১-বিজিবি’র অধিনস্থ চারুয়াপাড়া বিওপির ১৬ সদস্যের একটি চৌকস টিম ১১৪৪ নাম্বার পিলার হতে ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে, ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার ২নং গামারতলি ইউনিয়নের নরসিংহপুর নামক স্থানে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে পরিত্যাক্ত অবস্থায় মালিক বিহীন একটি ট্রাকভর্তী ৫শত পিছ আমদানি নিষিদ্ধ ভারতীয় কম্বল আটক করে। যার আনুমানিক সিজার মূল্য ২৫ লক্ষ টাকা।