চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধার মৃত্যু
মোঃ আবু সুফিয়ান
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে যানবহনের ধাক্কায় লুসি বেগম (৮০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। নিহত লুসি বেগম জেলার শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের দালালপাড়ার তাইজুল ইসলামের স্ত্রী।
বৃহস্পতিবার ভোর ৬ টার দিকে নায়ালাভাঙ্গা ইউনিয়ন ঝিল্লি পাড়া মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, লুসি বেগম মানসিক ভারসাম্যহীন ছিলেন। ভোরের দিকে চাঁপাইনবাবগঞ্জ- সোনামসজিদ মহাসড়কের ঝিল্লিপাড়া মোড়ে সম্ভবত রাস্তা পারাপার হওয়ার সময় কোনো একটি যানবহন ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি গোলাম কিবরিয়া।