জয়পুরহাটে জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ
মোঃ শাহাবউদ্দিন ইসলাম, আক্কেলপুর প্রতিনিধি
দুর্নীতিবাজ, চাঁদাবাজ, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে গ্রামেগঞ্জে ঘরে ঘরে দুর্গ গড়ে তুলবেন। কোন চাঁদাবাজ যেন আশ্রয় না পায় সেজন্য জামায়াতের নেতাকর্মীরা পাহারা দিবেন।
জয়পুরহাটের পাঁচবিবি গোহাটি মাঠে জামায়াতের কর্মী ও সুধী সমাবেশে কেন্দ্রীয় জামায়াত ইসলামীর শূরার সদস্য ও জেলা আমির ফজলুর রহমান সাঈদ এসব কথা বলেন।
পাঁচবিবি পৌরসভা ও বালিঘাটা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পাঁচবিবি পৌর জামায়াতে ইসলামীর আমির মো: আবুল বাশারের সভাপতিত্বে বক্তব্য দেন, জেলা জামায়াতের সেক্রেটারী গোলাম কিবরিয়া মন্ডল, পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী আবু সুফিয়ান মুক্তার, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক মোস্তাফিজুর রহমান,জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি আব্দুল খালেক, উপজেলা আমির সুজাউল করিম, সহ-সেক্রেটারী আবু রায়হান, উপজেলা নায়েবে আমির শফিকুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আলতাফ হোসেন , উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাও: আব্দুস সালাম সহ বিভিন্ন নেতৃবৃন্দরা।