গোদাগাড়ীতে মানবসেবা অভিযানের বৃক্ষ বিতরণ ও বয়স্ক ভাতা বিতরণ ।
রাজশাহী ব্যুরো ঃ রাজশাহীতে মানবসেবা অভিযান রাজাবাড়ী শাখা সংস্থার পক্ষ থেকে শাখা ব্যবস্থাপক মো. শামসুল আওয়ালের উপস্থাপনায় ও প্রধান নির্বাহী মো. খায়রুল আলম মুকুলের সভাপতিত্বে গাছ বিতরণ ও বয়স্ক ভাতা প্রদান করা হয়েছে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) এই শাখার ১৫০ জন সদস্যের মাঝে মোট ৩০০টি ফলজ ও বনজ গাছ বিতরন করা হয় এবং ২ জন বয়স্ক ব্যক্তিকে ২৪০০ টাকা করে মোট ৪৮০০ টাকা বয়স্ক ভাতা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ও সাধারণ পরিষদ সদস্য জনাব মো. সারওয়ার জাহান বাবু। বিশেষ অতিথি হিসেবে ছিলেন দেওপাড়া ইউনিয়ন এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব আফতাব উদ্দীন। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকা ব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম, অফিস ব্যবস্থাপক মো. আনোয়ার হোসেন ও শাখার মাঠসংগঠকরা।
সে-সময় গাছ বিতরন ও বয়স্ক ভাতা প্রদানের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, ও বাল্য বিবাহ রোধ নিয়ে আলোচনা করা হয়। সংস্থাটির রাজাবাড়ি শাখায় ক্ষুদ্র ঋণ প্রদানের পাশাপাশি সেবামূলক কর্মসূচির অংশ হিসেবে এ পর্যন্ত মোট ৫ জন কে হুইল চেয়ার, ৩ টি পরিবার কে বিদ্যুৎ সংযোগ, চিকিৎসা সহায়তা বাবদ ২১ জন কে ৬৩ হাজার টাকা প্রদান করা হয়েছে। এছাড়াও শিক্ষা সহায়তা বাবদ ১৫ জনকে ৬৪ হাজার টাকা, ২৭৫ জন শিক্ষার্থী কে স্কুল ব্যাগ, বিবাহ ফান্ড থেকে ০২ জনকে ১০ হাজার টাকা, ১ জনকে প্রতিবন্ধী ভাতা ও ১ জনকে সেলাই মেশিন ও ৫০ জনকে শীত বস্ত্র প্রদান করা হয়েছে।