জামায়াত নেতৃবৃন্দের পূজা মণ্ডপ পরিদর্শন ।
ওসমানীনগর প্রতিনিধি :
ওসমানীনগরে জন্মাষ্টমী উপলক্ষে রবিদাস কালী মন্দির পরিদর্শন করেছেন তাজপুর ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ। এসময় রবিদাস কালি মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও ওসমানীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ তাদের স্বাগত জানান।
আজ ২৬ আগস্ট সোমবার বিকাল ৩টায় তাজপুর রবিদাস কালি মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান পরিদর্শনে যান তাজপুর ইউনিয়ন জামায়াতের আমীর মিজানুর রহমান, সাধারণ সম্পাদক জাহেদ আহমদ, জামায়াত নেতা আহমদ আনোয়ারুল হক, আনোয়ার হোসেন, আব্দুল আলীম,আব্দুল খালিক। তাদেরকে স্বাগত জানান, ওসমানীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদ এর সভাপতি চয়ন পাল। উপস্থিত ছিলেন, শক্তি দেব, সুজন দেব, রিপন নাগ প্রমূখ।