কয়রায় সাঈদীর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত
মোক্তার হোসেন , (কয়রা)খুলনা প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন ও সাবেক সংসদ সদস্য আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ বুধবার। খুলনার কয়রা উপজেলার নারায়নপুর দক্ষিণ পাড়া আলহেরা জামে মসজিদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।
আজ বাদ আছর থেকে ঘন্টাব্যাপী এই আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শতাধিক সাঈদী প্রেমিক তরুণ, যুবক ও ধর্ম প্রিয় মুসল্লির উপস্থিতিতে আলোচনা রাখেন আল-হেরা জামে মসজিদের খতিব মাওলানা ইদ্রিস আলী। ও হাফেজ মুহাম্মদ হিজবুল্লাহ।
আলোচকরা সাঈদীর কর্ম ও জীবন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন।
জানা গেছে, সাঈদীর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তরুণ যুবকদের ঐকান্তিক প্রচেষ্টায় এই দোয়া অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য কারাবন্দি অবস্থায় ২০২৩ সালের ১৪ আগস্ট রাতে ঢাকা পিজি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) মৃত্যুবরণ করেন সাঈদী। সেদিন রাতে গাজীপুরের কাশিমপুর কারাগারে আল্লামা সাঈদী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছিল।
শারীরিক জটিলতা বিবেচনা করে সাঈদীকে উন্নত চিকিৎসার পরামর্শ দেন চিকিৎসকরা। পরে কারা কর্তৃপক্ষ তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করেছিল। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রজিউন)।
অনুষ্ঠান শেষে তার আত্মার মাগফিরাত কামনা ও কোটা সংরক্ষণ আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠান শেষে তাবারক বিতরণ করা হয় ।