শিক্ষার্থীদের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচি
সালমান হাসান, মুন্সীগঞ্জ
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে দুর্বৃত্তরদের হামলার শিকার,মুন্সীগঞ্জ সদর থানার অবশিষ্ট ময়লার স্তুপ সরাতে সাহায্যে করলেন বিএনপির নেতা-কর্মিরা।
মুন্সীগঞ্জে দূর্বৃত্তদের হামলা অগ্নিসংযোগে ধ্বংসস্তুপে পরিণত হওয়া মুন্সীগঞ্জ সদর থানা শিক্ষার্থীদের উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্ন করা অবশিষ্ট ময়লা আবর্জনা স্তুপ সরাতে সাহায্যে করেছে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মিরা।
রবিবার ১১ই আগস্ট সকালে মুন্সীগঞ্জ সদর থানার এ কার্যক্রমে অংশ নেয় তারা ।
এ সময় মুন্সিগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ রানা বলেন, ‘মুন্সিগঞ্জ সদর থানাকে পরিস্কার পরিচ্ছন্ন করার পুরো কৃতিত্ব বৌষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের।আমরা যুবদলের পক্ষ থেকে অবশিষ্ট জমানো ময়লার স্তুপ ট্রাক ও ট্রলিতে করে অন্যত্র সরিয়ে নেওয়ায় সাহায্য করেছি শুধুমাত্র।
এই কার্যক্রমে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আতোয়ার হোসেন বাবুল, মুন্সীগঞ্জ জেলা যুবদলের আহবায়ক মজিবর দেওয়ান, সদস্য সচিব মুহাম্মদ মাসুদ রানা, মুন্সীগঞ্জ শহর যুবদলের সদস্য সচিব মোহাম্মদ রায়হান কবির, সরকারি হরগঙ্গা কলেজ ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল ইসলাম অনিক, মুন্সীগঞ্জ শহর যুবদলের সদস্য ছাত্রদল নেতা সাফিল আস সামি, ছাত্রনেতা ইয়ামিন ও মৃদুল।