নয়া কণ্ঠ অনলাইন ডেস্ক
ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, বই নকল করে তা পিডিএফ বানিয়ে ইন্টারনেটে ছেড়ে দেওয়া হচ্ছে। ইন্টারনেট থেকে এই বই ডাউনলোড করে বিনা পয়সায় নিয়ে যাচ্ছে মানুষ। এভাবে বই নকল করে ইন্টারনেটে ছড়িয়ে দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (৫ আগস্ট) রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির (বাপুস) ৪২তম বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোস্তাফা জব্বার বলেন, বই নকল করে যে এভাবে পিডিএফ বানিয়ে ইন্টারনেট ছড়িয়ে দেওয়া হচ্ছে, এটা বন্ধ করার ক্ষমতা আমাদের আছে। প্রকাশকদের অনুরোধ করবো- আপনারা যদি এমন কোনো লিংক দেখেন, তাহলে আমাকে জানাবেন। তারপর সেটা বন্ধ করে দেওয়ার দায়িত্ব আমার। তালাটা আমি দিয়ে দেবো, এটা নিশ্চিত থাকেন।
তিনি বলেন, এটি কেবলমাত্র ব্যবসা নয়। এটি অন্তরের সঙ্গে যুক্ত। এ পেশায় আত্মার সঙ্গে সর্ম্পক না থাকলে কেউ বইয়ের ব্যবসা করে না। এখানে যারা আছেন, তাদের এ ব্যবসায়ের (প্রকাশনা) প্রতি আলাদা ভালোবাসা আছে। তা না হলে অন্য কোনো ব্যবসা করতে পারতেন।
পেটে ক্ষুধা নিয়ে অন্য পেশায় যুক্ত না হয়ে অনেকে বইয়ের পেশায় যুক্ত থেকেছেন। এটি কিন্তু মানসিক শক্তি না থাকলে করতে পারতেন না। বহু প্রকাশক আছেন যারা সব খরচের পর একজন দিনমজুরের সমান আয় করতে পারেন না বলেও উল্লেখ করেন মন্ত্রী।
প্রকাশনার ব্যয় বাড়ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রকাশনার ব্যয় বাড়ছে, কাগজের দামও বাড়ছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে এ শিল্পকে শক্তিশালী একটি শিল্পে রূপান্তর করতে হবে।
এর আগে সভায় বাপুসের একটি ওয়েবসাইট উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী।
বার্ষিক সভায় অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন বাপুসের সভাপতি মো. আরিফ হোসেন ছোটন, সহ-সভাপতি কায়সার-ই-আলম প্রধান, শ্যামল পাল, মির্জা আলী আশরাফ কাশেম ও মাজহারুল ইসলাম প্রমুখ।