1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. nayakontho@gmail.com : nayakontho :
  3. admin@dailynayakontho.com : unikbd :
শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
শুভ নববর্ষ ডাক্তারের অবহেলায় রোগীর অকাল মৃত্যু! পুলিশের উপস্থিততে চিকিৎসককে মারধর রাবি ভর্তি পরীক্ষা শুরু কাল, থাকছে পাঁচ স্তরের নিরাপত্তা দূর্ঘটনা রোধে ট্রাফিক সিগনাল স্থাপন করলো রাবি ছাত্রদল ফিলিস্তিন ইস্যুতে ভালুকা উত্তাল: জুমার পর সিডস্টোর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে গণমিছিল আমতলীতে জলবায়ু সংকট নিরসনের দাবীতে মানবন্ধন কর্মসূচী পালন আমতলী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও চাওড়া ইউপি চেয়ারম্যান বাদল খানকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরন ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি জয়নাল, সম্পাদক কবির লামার গজালিয়া ইউনিয়নে গাজায় ইসরায়েলি নৃশংস গণহত্যা ও হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল দূর্গম চর কুশাহাটায় আগুনে পোড়া ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন

বইয়ের নকল পিডিএফ বানিয়ে ইন্টারনেটে ছাড়লে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : টেলিযোগাযোগ মন্ত্রী – নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ১৪৫ বার পঠিত

নয়া কণ্ঠ অনলাইন ডেস্ক

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, বই নকল করে তা পিডিএফ বানিয়ে ইন্টারনেটে ছেড়ে দেওয়া হচ্ছে। ইন্টারনেট থেকে এই বই ডাউনলোড করে বিনা পয়সায় নিয়ে যাচ্ছে মানুষ। এভাবে বই নকল করে ইন্টারনেটে ছড়িয়ে দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (৫ আগস্ট) রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির (বাপুস) ৪২তম বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোস্তাফা জব্বার বলেন, বই নকল করে যে এভাবে পিডিএফ বানিয়ে ইন্টারনেট ছড়িয়ে দেওয়া হচ্ছে, এটা বন্ধ করার ক্ষমতা আমাদের আছে। প্রকাশকদের অনুরোধ করবো- আপনারা যদি এমন কোনো লিংক দেখেন, তাহলে আমাকে জানাবেন। তারপর সেটা বন্ধ করে দেওয়ার দায়িত্ব আমার। তালাটা আমি দিয়ে দেবো, এটা নিশ্চিত থাকেন।

তিনি বলেন, এটি কেবলমাত্র ব্যবসা নয়। এটি অন্তরের সঙ্গে যুক্ত। এ পেশায় আত্মার সঙ্গে সর্ম্পক না থাকলে কেউ বইয়ের ব্যবসা করে না। এখানে যারা আছেন, তাদের এ ব্যবসায়ের (প্রকাশনা) প্রতি আলাদা ভালোবাসা আছে। তা না হলে অন্য কোনো ব্যবসা করতে পারতেন।

পেটে ক্ষুধা নিয়ে অন্য পেশায় যুক্ত না হয়ে অনেকে বইয়ের পেশায় যুক্ত থেকেছেন। এটি কিন্তু মানসিক শক্তি না থাকলে করতে পারতেন না। বহু প্রকাশক আছেন যারা সব খরচের পর একজন দিনমজুরের সমান আয় করতে পারেন না বলেও উল্লেখ করেন মন্ত্রী।

প্রকাশনার ব্যয় বাড়ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রকাশনার ব্যয় বাড়ছে, কাগজের দামও বাড়ছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে এ শিল্পকে শক্তিশালী একটি শিল্পে রূপান্তর করতে হবে।

এর আগে সভায় বাপুসের একটি ওয়েবসাইট উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী।

বার্ষিক সভায় অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন বাপুসের সভাপতি মো. আরিফ হোসেন ছোটন, সহ-সভাপতি কায়সার-ই-আলম প্রধান, শ্যামল পাল, মির্জা আলী আশরাফ কাশেম ও মাজহারুল ইসলাম প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD