পোরশায় রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধার দাফন কার্য সম্পন্ন
ইসমাইল হোসেন পোরশা নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁ জেলার পোরশায় এক বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
আজ শনিবার ৩ অগস্ট ২০২৪ বেলা ১১ঃ০০ টায় ঘাটনগর ইউনিয়নের বাশুড়া নামক গ্রামের বাসিন্দা মৃত্যু রিয়াজুদ্দিনের ছেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান। তিনি নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ৭০ বছর হয়েছিল। সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফ আদনান ও থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান তার জানাজায় অংশ গ্রহণ করেন। দাঁড়িয়ে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদান করেন। তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। পরে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী দুই ছেলে ও নাতি নাতনি ও অনেক গুনগ্রাহী রেখে গেছেন।
নিয়ামতপুর উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সাত্তার সহ অনেক লোক তার জানাজায় উপস্থিত ছিলেন।
তার মৃত্যুতে উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ শাহ মঞ্জুর মোর্শেদ চৌধুরী ভাই চেয়ারম্যান মাহমুদুল হাসান খোকন মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম মুক্তি যোদ্ধা কোমান্ডার ইউনুছ আলী সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।