ফুলবাড়ী রামকৃষ্ণ সেবাশ্রমের নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
সাবু রায় (বিকে), দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের ফুলবাড়ীতে রামকৃষ্ণ সেবাশ্রমের নবনির্বাচিত কমিটি ও উপদেষ্টা মন্ডলীর পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুর ১২টায় উপজেলার সুজাপুরে শ্রীরামকৃষ্ণ সেবাশ্রমে ২১সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ও উপদেষ্টা পরিষদের এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
শ্রীরামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি সঞ্জয় চক্রবর্তীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর শ্রীরামকৃষ্ণ সেবাশ্রম ও মিশনের অধ্যক্ষ স্বামী বিভাত্মানন্দ মহারাজ।
নবনির্বাচিত কমিটিতে সভাপতি- সঞ্জয় চক্রবর্তী, সম্পাদক- রতন চক্রবর্তী, কোষাধ্যক্ষ- নিমাই সরকার, সাংগঠনিক সম্পাদক- হিরেন্দ্র নাথ বর্মন, দপ্তর-সম্পাদক- রিগান দাস, প্রচার সম্পাদক- বাপ্পী চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক- জ্যোতিষ চন্দ্র রায়, মহিলা বিষয়ক সম্পাদিকা- গৌরী পালিত, সদস্য- সমরেন কুমার সাহা, সদস্য- কেশব চন্দ্র রায়, সদস্য- সাগর সরকার, সদস্য- খোকন মহন্ত সহ মোট ২১জন নির্বাচিত হয়েছেন।
এছাড়াও উপদেষ্টা মন্ডলীর মধ্যে প্রধান উপদেষ্টা নির্বাচিত হয়েছেন দিনাজপুর শ্রীরামকৃষ্ণ সেবাশ্রম ও মিশনের অধ্যক্ষ স্বামী বিভাত্মানন্দ মহারাজ। অন্যান্য উপদেষ্টার মধ্যে অধ্যাপক চিত্তরঞ্জন দাস, ডা. নিরঞ্জন কুমার রায়, অম্বরীশ চৌধুরী, অতুল চন্দ্র রায়, বিশিষ্ট ব্যবসায়ী আনন্দ কুমার গুপ্ত, সহকারি অধ্যাপক অনিল চন্দ্র সরকার কে উপদেষ্টা হিসেবে নির্বাচিত করা হয়েছে।