মোঃ সুজন খন্দকার ঃ আসন্ন ইউপি নির্বাচন শুরু হতে এখনও বেশকিছু দিন বাকি। কিন্তু তা শর্তেও দৌলতদিয়া ইউনিয়নে এখনই বইছে নির্বাচনী হাওয়া। নির্বাচনকে ঘিরে বিভিন্ন প্রার্থীর নানা ধরনের পোস্টার ও ব্যানারে ছেঁয়ে গেছে দৌলতদিয়া ইউনিয়নের সমস্ত এলাকা। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত চায়ের টেবিলে ঝড় উঠছে নির্বাচন মুখি নানা আলোচনা।
এবার, দৌলতদিয়া ইউপি নির্বাচনে সদস্য প্রার্থী হিসেবে ৩নং ওয়ার্ডে মোঃ ইয়াসিন সেখ ও ১নং ওয়ার্ডে আব্বাস ফকির এবং ৫নং ওয়ার্ডে নয়ন মন্ডল এই ৩ তরুণ সাহসী সমাজসেবক ও সৎ নিষ্ঠাবান বলিষ্ঠ কন্ঠস্বর হিসেবে সাধারণ মানুষের আস্তা ও ভালবাসার প্রতীক।
তবে নতুন মুখকে নির্বাচনে আসছে শুনে ভোটাররাও খুব আনন্দীত ও উচ্ছসিত। তারা বলছেন,দীর্ঘদিন পর ইউপি নির্বাচনে নতুন মুখ পেয়ে খুশি তারা। এবার সাধারণ মানুষ সেই সকল প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন বিপদ-আপদে যারা জনগণের পাশে দাঁড়াবেন।
এবিষয়ে গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা “জ্যোতি বিকাশ চন্দ্র'”বলেন,কিছুদিন পর ২ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এখনো তফসিল ঘোষনা হয়নি। তবে নির্বাচন কমিশন এর নির্দেশনা ও যোগ্যতা অনুযায়ী প্রার্থীগণ নির্বাচনে অংশ নিবেন। নির্বাচন বরাবরের মতই স্বচ্ছ নিরপেক্ষ ও অংশগ্রহণমুলক হবে।