সুজন খন্দকার ঃ রাজবাড়ী সদর উপজেলার দার্দশি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেনের উপর পুর্ব শত্রুর জের ধরে নৃশংস হামলার ঘটনা নিয়ে সংবাদ সম্মেলন করেছে চেয়ারম্যানের পরিবারের সদস্যরা।
বুধবার ৩রা জুলাই বিকালে চেয়ারম্যানের নিজ বাড়ীতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
প্রায় ঘন্টা ব্যাপি চলা এ সংবাদ সম্মেলনে উপস্থিত পরিবারের সদস্যরা দাবী করেন,,একজন দায়িত্বরত চেয়ারম্যান উপর হামলার ঘটনার ১৫ দিন পার হয়ে গেলেও, পুলিশ এখনও কোন আসামিকে আটক করতে পারেনি। উল্টো হামলাকারী মিথ্যা মামলা দিয়ে পুরো পরিবারকে হয়রানি করছে। সেইসাথে সংবাদ সম্মেলনে আরও দাবী করা হয়, অতিদ্রুত আসামিদের গ্রেপ্তার করে শান্তি আওতায় আনা হোক।
উল্লেখ্য, গত ১৮ই জুন রাত সাড়ে ১১টার দিকে চেয়ারম্যানের নিজ বাড়ীতে হামলা চালায় একটি প্রভাবশালী পরিবারের ১৫ থেকে ২০ জন সদস্য। এই হামলায় গুরুতর আহত হয় চেয়ারম্যান দেলোয়ার হোসেন সহ পরিবারের অন্তত ৬ জন। এমন হামলার ঘটনার কয়েক ঘন্টার মধ্যে রাজবাড়ী সদর থানা দেলোয়ার চেয়ারম্যানের পিতা মোঃ আবদুল কুদ্দুস সেখ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।