শেরপুর পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরের বাজেট ঘোষণা।
মোঃ আমিনুল ইসলাম শেরপুর প্রতিনিধি
শেরপুর পৌরসভার ২০২৪-২৫ অর্থ বছরের ১১২ কোটি ৮১ লাখ ৯ হাজার ৬১৬ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। (২৭ জুন) বৃহস্পতিবার দুপুরের দিকে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে উম্মুক্ত বাজেট ঘোষণা করা হয়।
পৌর মেয়র গোলাম কিবরিয়া লিটনের সভাপতিত্বে, ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পেশ করেন। হিসাব রক্ষক কর্মকর্তা কর্মকর্তা এইচএম সেলিম আলম।
এসময় ২০২৪-২৫ অর্থবছরের ১১২ কোটি ৮১ লক্ষ ৯ হাজার ৬১৬ টাকার প্রস্তাবিত বাজেট এর মধ্যে, রাজস্ব খাতে ১৯ কোটি ৪০ লাখ ৬৮ হাজার ৪৩৬ টাকা আয় ব্যয় ও ১৮ কোটি ৩৭ লাখ ৪৮ হাজার টাকা ব্যয় এবং সরকারি মন্জুরী, কোভিড-১৯ প্রকল্প, জলবায়ু প্রকল্প, ডিপিপি, আইইউজিআইপি,সিআরডিপি-৩ প্রকল্প এবং মূলধনসহ ৯৩ কোটি ৪০ লাখ ৪১ হাজার ১৮৯ টাকা আয় ব্যয় ধরা হয়েছে ৭৯ কোটি ৯৬ লাখ ৬ হাজার টাকা।
বাজেট ঘোষণার সময় উপস্থিত ছিলেন, পৌর মেয়র,প্যানেল কাউন্সিলর সহ পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারী এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।