বগুড়ায় হাতুড়ে ডাক্তারের চিকিৎসায় এক শিশুর মৃত্যু
বিশেষ প্রতিনিধি
শনিবার (২২ জুন) বগুড়া শহরের নারুলী এলাকায় জ্যোতি নামে এক ফার্মেসীতে আর্মি হাতুড়ে ভুয়া ডাক্তার নামে এক চিকিৎসকের নিকট মাথায় আঘাত জনিত সমস্যার কারনে চিকিৎসা নিতে আসেন আব্দুল হাকিমের পরিবার।
নামধারী ডাক্তার ভুল চিকিৎসার কারনে ঐ ফার্মেসীতেই শিশু আব্দুল হাকিম (৬) এর মৃত্যু হয়।
শিশুটি মৃত্যুর পর থেকেই কথিত ভুয়া ডাক্তার জহুরুল ইসলাম আত্মগোপনে।
জানা যায়, হাকিমের মাথায় আঘাত পেলে তার চিকিৎসা করেন কথিত হাতুড়ে ডাক্তার।
টিউমারের মত ফোলা দেখা যায়, আজকে তাকে আবার চিকিৎসার জন্য নিয়ে আসেন।
ওই ফার্মেসীতে অপারেশন করতে গিয়ে ইনসুলিন দেওয়ার পরে শিশুটির মৃত্যু হয় বলে জানা গেছে ।
বগুড়া সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর ইউনিয়নের দেবডাঙ্গা এলাকার ভেটু আকন্দের ছেলে।
নিহত শিশুর লাশ পোস্টমর্টেম জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
শিশুর পরিবারের পক্ষথেকে হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে বগুড়া সদর সুত্র জানা যায়।