রাজবাড়ী জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের নবগঠিত কমিটির বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা।
জেলা প্রতিনিধি রাজবাড়ী,কৃষ্ণ সরকার
রাজবাড়ী জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের নবগঠিত কমিটি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে রাজবাড়ী জেলা শাখা বঙ্গবন্ধু সৈনিকলীগে যাত্রা শুরু। নবনির্বাচিত কমিটির সভাপতি মোঃ নাসির উদ্দিন সরদার ও সাধারন সম্পাদক নাজমুল হাসান মিন্টু সহ ৭১ বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি।
মঙ্গলবার (১৮জুন ) বিকাল ৩ ঘটিকায় রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতারা।
প্রথমে বঙ্গবন্ধু সৈনিকলীগ রাজবাড়ী জেলা শাখার সভাপতি মোঃ নাসির উদ্দিন সরদার ও সাধারন সম্পাদক মোঃ নাজমুল হাসান মিন্টু বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। এরপর দলের সম্পাদক মন্ডলীর সদস্যরা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান৷
শ্রদ্ধা জানানো শেষে সকল নেতাকর্মীরা রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি ও বাংলাদেশ সরকারের মাননীয় রেল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকীম কে ফুলেল শুভেচ্ছা জানান, তারপর জেলা আওয়ামীলীগের বিপ্লবী সাধারন সম্পাদক জনাব কাজী ইরাদত আলী ও রাজবাড়ী ১ আসনের মাননীয় সাংসদ, এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের সভাপতি জনাব কাজী কেরামত আলীর সাথে ফুলের শুভেচ্ছা বিনিময়, ও কমিটির অনুলিপি প্রদান করেন।
এর আগে,রবিবার (২ জুন ) বঙ্গবন্ধু সৈনিকলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম – সাধারন সম্পাদক জনাব জাকির হোসেনের সুপারিশ ক্রমে রাজবাড়ী জেলা শাখা বঙ্গবন্ধু সৈনিকলীগের কমিটি অনুমোদন দেন এশিয়ান গ্রুপ ও এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান, বঙ্গবন্ধু সৈনিকলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হারুন অর রশিদ সি আই পি।
উল্লেখ গত ১৮ নভেম্বর ২০২২ বঙ্গবন্ধু সৈনিকলীগের ১ম জাতীয় সম্মেলন অনু্ষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারন সম্পাদক জনাব ওবায়দুল কাদের, বিশেষ অতিথি ছিলেন আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জনাব আবদুস সোবাহন গোলাপ, সহ অন্যঅন্য নেতারা দীর্ঘ ২৭ বছর পড় দল টিকে ভ্রাতৃপ্রতিম সংগঠন হিসাবে স্বীকৃতি প্রদান করেন নেতারা।