ঈদ উৎসবে বন্যার্তদের পাশে এস ও এস চিলড্রেন্স ভিলেজ সিলেট
আতাউর রহমান কাওছার, ওসমানী নগর (সিলেট) প্রতিনিধি :
এস ও এস চিল্ড্রেন্স ভিলেজ সিলেট আসন্ন পবিত্র ঈদ-ঊল-আযহা ও সিলেটের আকস্মিক বন্যার দিক বিবেচনা করে সিলেট জেলার ওসমানীনগর ও বালাগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় পরিবার শক্তিশালীকরণ কর্মসূচীর উপকারভোগী সুবিধা বঞ্চিত ৫৪১ টি পরিবারে ঈদ খাদ্যসামগ্রী বিতরণ করেছে। এস ও এস চিলড্রেন্স ভিলেজ সিলেট প্রাঙ্গনে ১৩ জুন ২০২২৪ ইং তারিখ বৃহস্পতি বার বেলা ১১:৩০ ঘটিকায় এস ও এস চিলড্রেন্স ভিলেজ সিলেট এর প্রকল্প পরিচালক জনাব মোহাম্মদ ইউসুফ আলী এর সভাপতিত্বে উক্ত খাদ্য বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পরিচালনা করেন জনাব তানবীর আহমদ, সহকারী পরিচালক ও ইনচার্জ, এস ও এস সামাজিক কেন্দ্র সিলেট।
দয়ামীর ইউনিয়ন এর দয়ামীর, মিরারগাঁও, আতাউল্লাহ , চক আতাউল্লা, ওসমানপুর ইউনিয়নের থানাগাঁও , কোনাবন, নিয়ামতপুর, ইছামতি, আটগাঁও, কাজিরগাঁও এলাকায় এবং বোয়ালজোড় ইউনিয়নের বাণীগাঁও, সোনাপুর, মোহাম্মদপুর, বুরুঙ্গা ইউনিয়নের পূর্ব সিরাজনগর এলাকায় উক্ত খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
থানাগাঁও এলাকায় খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ওয়ালিউল্লাহ্ বদরুল, চেয়ারম্যান, ওসমানপুর ইউনিয়ন পরিষদ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব তানবীর আহমদ, সহকারী পরিচালক ও ইনচার্জ, এস ও এস সামাজিক কেন্দ্র সিলেট, জনাব অঞ্জন চন্দ্র দাস, অফিসার প্রোগ্রাম, এস ও এস সামাজিক কেন্দ্র সিলেট, জনাব সুজিত কুমার দেব, প্রধান শিক্ষক, থানাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, জনাব আবুল কালাম আজাদ, সহকারী শিক্ষক,থানাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ সংশ্লিষ্ট উপকারভোগীরা ।
খাদ্যসামগ্রীর মধ্যে ছিল পরিবার প্রতি ১). পোলাও চাল ০২ কেজি, ২). সয়াবিন তেল ০২ লিঃ, ৩). লবণ – ০১ কেজি, ৪). মসুর ডাল – ০২ কেজি, ৫). পিঁয়াজ – ০১ কেজি, ৬). গুড়ো দুধ ২০০ গ্রাম – ০১ প্যাকেট, ৭). চিনি – ০১ কেজি, ৮) লাচ্চা সেমাই ০৩ প্যাকেট ও ৯) ছোলা – ০১ কেজি।