তানোরে ১ দিনে তিন অপমৃত্যু।
মোঃ আজিজুর রহমান, তানোর প্রতিনিধি
রাজশাহীর তানোরে একদিনে তিন অপমৃত্যুর ঘটনা ঘটেছে। পুকুরের পানিতে পড়ে এক নারী, গলায় দড়ি দিয়ে এক পুরুষ ও অসাবধানতা বশত মাথায় ইট পড়ে একজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জুন) সকাল সাড়ে দশটার দিকে তানোর গুবিরপাড়া গ্রামের রোজিনা খাতুন (৪৪) নামের এক নারীর মৃত্যু হয়েছে। সে মৃত আবু মাসুদ এর স্ত্রী । পরিবার সূত্রে জানাযায়, রোজিনা মৃগী রোগী ছিলেন। সে আজ বেলা সাড়ে দশটার দিকে পাটি ধুইতে গিয়ে পুকুরে ডুবে মারা যায়।
অন্যদিকে, গতরাত তিনটার দিকে নিজ বাসা তানোরের , সরনজাই খা পাড়া এলাকায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন মুনছুর আলী (৬৪)। সে মৃত খোকন সাহার ছেলে।
এ ছাড়াও বনকেশর এলাকার সানাউল্লাহর ছেলে শমসের আলী (৪৫) আজ সকালে পৌর শহরের হঠাতপাড়া ( টিপটিপীডাঙ্গা ) বিল্ডিং এ রাজমিস্ত্রীর কাজ করার সময়ে অসাবধনতাবশত মাথায় ইট পড়ে গুরুতর আহত হলে পরে হাসপাতালে আনলে তাকে মৃত ঘোষণা করে ডাক্তার।
তিন মৃতের ঘটনায় ইউডি মামলা হয়েছে ।