মোঃ সুজন খন্দকার, স্টাফ রিপোর্টার ঃ পাংশা থানা পুলিশের বিশেষ অভিযানে ১০৯ পিচ ইয়াবা ট্যাবলেট ও ৪৫ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ ০৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার ২৬শে মে দুপুরে এক প্রেস নোটের মাধ্যমে ওসি স্বপন কুমার মজুমদার জানান,বাবুপাড়া ইউনিয়নের সুজানগর এলাকা হইতে মোঃ জয়নাল মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী ১। মোঃ সাহাদত হোসেন (৫০),কে ৫০পিছ ইয়াবা ও
১০পিছ টাপেন্টাডল ট্যাবলেট সহ আটক করে পুলিশ। যাহার মূল্য অনুমানিক ১৮ হাজার টাকা। ও মৌরাট ইউনিয়নের পূর্ব বাগদুলী এলাকা হইতে মৃত মুন্সি আবদুল কাদের এর ছেলে মাদক ব্যবসায়ী ২। মোঃ শরিফুল ইসলাম (৩০),কে ৫৯ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে পুলিশ। যাহার মূল্য অনুমানিক ১৮ হাজার টাকা। এছাড়াও নারায়নপুর রেল কলোনী সংলগ্ন এলাকা হইতে মোঃ কেসমত আলির ছেলে মাদক ব্যবসায়ী ৩। মোঃ নুরুল ইসলাম (৪৪),ও তার সহযোগী কুটিশ্বর কুমার সরকারের ছেলে ৪। সুশান্ত কুমার সরকার(৩৫), কে ৩৫ পিচ টাপেন্টাডল ট্যাবলেট সহ আটক করে পুলিশ। যার মূল্য অনুমানিক ১০,৫০০ টাকা।
এর মধ্যে ২নং আসামী মোঃ শরিফুল ইসলাম এর বিরুদ্ধে ০২টি মাদক মামলা ও ৩নং আসামি মোঃ নুরুল ইসলাম এর বিরুদ্ধে ০২টি মাদক মামলা আছে। পরে আসামীগণের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।