নওগাঁয় নেসকোর গ্রাহক ও অংশীজনের অংশগ্রহনে গণশুনানী অনুষ্ঠিত
আবু রায়হান রাসেল নওগাঁ প্রতিনিধি:
নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) পিএলসি, নওগাঁ সার্কেলের আওতাধীন সকল গ্রাহক ও অংশীজনের অংশগ্রহণে গ্রাহক সেবা এবং বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়ে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ মে) সকাল সাড়ে ১০ টার দিকে শহরের কাঁঠালতলী নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) পিএলসি অফিসের হলরুমে এ গণশুনানী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. ফরিদুল হাসান।
সে সময় আরও উপস্তিত ছিলেন, নওগাঁ -১ দপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ তানজিমুল হক, নওগাঁ -২ দপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মিলন মাহমুদ, সান্তাহার দপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. ওমর ফারুক, জয়পুরহাট দপ্তরের নির্বাহী প্রকৌশলী সুমন সুত্রধর, দুপচাচিয়া দপ্তরের নির্বাহী প্রকৌশলী রকি চন্দ্র দাস, জয়পুরহাট বিসিক শিল্প নগরীর ম্যানেজার, নওগাঁ বিসিক নগরীর কমকর্তা ও শিল্প নগরীর বিভিন্ন উদ্দোক্তা, সাধারন শ্রেনীর গ্রাহক সহ প্রমুখ।
গণশুনানী অনুষ্ঠানে সরকারি নির্দেশনা অনুযায়ী ১৫ শতাংশ বিদ্যুৎ সাশ্রয়ী হবার পরামর্শ প্রদান করেন এবং প্রিপেইড মিটারের বিভিন্ন সুবিধা নানা দিক নিয়ে আলোচনা করেন। নওগাঁ সার্কেলের তত্বাবধায়ক প্রকৌশলী মো. ফরিদুল হাসান এবং গ্রাহক পর্যায়ে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন সাধারণ গ্রাহকেরা।