রাসিক মেয়রের সাথে গোদাগাড়ী উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ।
রাজশাহী ব্যুরো ঃ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন গোদাগাড়ী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল। বৃহস্পতিবার দুপুরে নগর ভবনে মেয়র দপ্তরে সাক্ষাৎকাল্যে রাসিক মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান তিনি।
সাক্ষাৎকালে রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি অনিল কুমার সরকার, গোদাগাড়ীর মোঃ আব্দুল্লাহ ইবনে শরীফ রানা, মনিরু ইসলাম জুয়েল, সৈয়দ জাফর, মতিন, রাজিব, আদিল উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ৮ মে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে গোদাগাড়ী উপজেলা নির্বাচনে নির্বাচিত হন বেলাল উদ্দিন সোহেল।